Information বা তথ্য সিকিউর করা জরুরী কেন :
মোজেজা বা অলৌকিক, কবিতা ও সাহিত্য এবং বিজ্ঞানের যুগ পার করে আজ আমরা পদার্পণ করেছি তথ্য প্রযুক্তির যুগে | এই যুগে শুধু তথ্য সমৃদ্ধ থাকলেই হবে না এটাও নিশ্চিত করতে হবে আপনার তথ্য কতটা সিকিউর | কারণ আমরা সবাই জানি "উইকিলিকসে তথ্য ফাস আর আমেরিকার সর্বনাশ " অথবা "যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কিত-বিচারপতির skype কেলেংকারী"
অথবা একবার ভাবুনতো আপনি আপনার কষ্টার্জিত টাকা i-banking-এর মাধ্যমে বাড়িতে আপনার বাবাকে পাঠাচ্ছেন কুরবানির গরু কিনতে আর নেটওয়ার্ক-এ ওতপেতে বসে থাকা একজন হ্যাকার আপনার টাকা চুরি করে girlfriend-কে নিয়ে KFC-তে বসে আস্ত মুরগি চিবাচ্ছে!!
এবার আরেকবার ভাবুন এই তীব্র প্রতিযোগিতামুলুক মার্কেটে একটা অর্গানাইজেশন বা কোম্পানির business information যদি wrong hand-এ চলে যায় তাহলে ওই কোম্পানি বা অর্গানাইজেশনের কি হতে পারে ?
এতক্ষণে নিশ্চয় বোঝার বাকি নেই যে তথ্য শুধু থাকলেই হবে না সেটা সিকিউর থাকা কতটা জরুরী |
এবার দেখি business information কয় ধরনের হতে পারে:
sensitivity লেভেল অনুযায়ী business information-কে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি-
(১) Public information: একটা কোম্পানি বা organisation-এর Public information হলো সেই information যেটা সবার জন্য উন্মুক্ত এবং যেটা লস্ট হলে কোম্পানির কোনো ক্ষতি হবে না |
(২) Internal information : একটা কোম্পানি বা organisation-এর Internal information হলো সেই information যেটা কোম্পানির অভ্যন্তরে ব্যবহার করবে but লস্ট হলে খুব একটা ক্ষতি হবে না |
(৩) Confidential information : একটা কোম্পানি বা organisation-এর Confidential information হলো সেই information যেটা lost হলে কোম্পানির ফিনান্সিয়াল এবং operational ক্ষতি হতে পারে |
(৪) Secret information : Secret information একটা কোম্পানি বা organisation-এর জন্য খুবই sensitive যেটা কখনই publicly প্রকাশ হওয়া যাবে না, হলে কোম্পানির serious ক্ষতি হতে পারে |
(৫) Top secret information : Top secret information হলো একটা কোম্পানির সর্বোচ্চ sensitive information যেখানে শুধুমাত্র top management-এর এক্সেস থাকবে যেটা কখনই লস্ট করা যাবে না, আর lost হলে একটা কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে |
সর্বশেষ আরেকবার ভেবে দেখুন এই information গুলো বয়ে নিয়ে বেড়ায় আপনার organization-এর নেটওয়ার্ক, ইমেইল,ওয়েবসাইট এবং employee. So আপনি যদি এই গুলোকে সিকিউর করতে পারেন তাহলে আপনার তথ্য হবে সিকিউর আর আপনার business হবে সমৃদ্ধ, তাই নয় কি ?
মোজেজা বা অলৌকিক, কবিতা ও সাহিত্য এবং বিজ্ঞানের যুগ পার করে আজ আমরা পদার্পণ করেছি তথ্য প্রযুক্তির যুগে | এই যুগে শুধু তথ্য সমৃদ্ধ থাকলেই হবে না এটাও নিশ্চিত করতে হবে আপনার তথ্য কতটা সিকিউর | কারণ আমরা সবাই জানি "উইকিলিকসে তথ্য ফাস আর আমেরিকার সর্বনাশ " অথবা "যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কিত-বিচারপতির skype কেলেংকারী"
অথবা একবার ভাবুনতো আপনি আপনার কষ্টার্জিত টাকা i-banking-এর মাধ্যমে বাড়িতে আপনার বাবাকে পাঠাচ্ছেন কুরবানির গরু কিনতে আর নেটওয়ার্ক-এ ওতপেতে বসে থাকা একজন হ্যাকার আপনার টাকা চুরি করে girlfriend-কে নিয়ে KFC-তে বসে আস্ত মুরগি চিবাচ্ছে!!
এবার আরেকবার ভাবুন এই তীব্র প্রতিযোগিতামুলুক মার্কেটে একটা অর্গানাইজেশন বা কোম্পানির business information যদি wrong hand-এ চলে যায় তাহলে ওই কোম্পানি বা অর্গানাইজেশনের কি হতে পারে ?
এতক্ষণে নিশ্চয় বোঝার বাকি নেই যে তথ্য শুধু থাকলেই হবে না সেটা সিকিউর থাকা কতটা জরুরী |
এবার দেখি business information কয় ধরনের হতে পারে:
sensitivity লেভেল অনুযায়ী business information-কে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি-
(১) Public information: একটা কোম্পানি বা organisation-এর Public information হলো সেই information যেটা সবার জন্য উন্মুক্ত এবং যেটা লস্ট হলে কোম্পানির কোনো ক্ষতি হবে না |
(২) Internal information : একটা কোম্পানি বা organisation-এর Internal information হলো সেই information যেটা কোম্পানির অভ্যন্তরে ব্যবহার করবে but লস্ট হলে খুব একটা ক্ষতি হবে না |
(৩) Confidential information : একটা কোম্পানি বা organisation-এর Confidential information হলো সেই information যেটা lost হলে কোম্পানির ফিনান্সিয়াল এবং operational ক্ষতি হতে পারে |
(৪) Secret information : Secret information একটা কোম্পানি বা organisation-এর জন্য খুবই sensitive যেটা কখনই publicly প্রকাশ হওয়া যাবে না, হলে কোম্পানির serious ক্ষতি হতে পারে |
(৫) Top secret information : Top secret information হলো একটা কোম্পানির সর্বোচ্চ sensitive information যেখানে শুধুমাত্র top management-এর এক্সেস থাকবে যেটা কখনই লস্ট করা যাবে না, আর lost হলে একটা কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে |
সর্বশেষ আরেকবার ভেবে দেখুন এই information গুলো বয়ে নিয়ে বেড়ায় আপনার organization-এর নেটওয়ার্ক, ইমেইল,ওয়েবসাইট এবং employee. So আপনি যদি এই গুলোকে সিকিউর করতে পারেন তাহলে আপনার তথ্য হবে সিকিউর আর আপনার business হবে সমৃদ্ধ, তাই নয় কি ?
Please share your feedback.........
উত্তরমুছুনWhat's the way to secure these informations?
উত্তরমুছুনWaiting for the next part to know more details....