শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

Ethical Hacking Course Basic-Part:1

What is Information Security:
গুহাবাসী মানুষ থেকে শুরু করে অদ্যাবধি বড় বড় অট্টালিকায় বসবাসরত মানুষ সহ পৃথিবীর প্রতিটি প্রাণী যে বিষয়টি সব সময়ই নিশ্চিত করতে চেয়েছে সেটা হলো তার Security বা নিরাপত্তা-তার জীবন যাপনের সাথে প্রাসঙ্গিক সব জায়গায়|
এখন আসি Security বা নিরাপত্তা কি-Security বা নিরাপত্তা হইলো freedom বা সাধীনতার এমন একটা স্তর যেখানে আপনি যেকোনো বিপদ,risk অথবা attack হতে সম্পূর্ণ মুক্ত|
আর Information Security হইলো information অথবা information systems কে unauthorized access, use, disclosure, disruption, modification এবং destruction হতে প্রটেক্ট করা|
The goal of information Security:
information Security-এর উদ্দেশ্য হলো ৫ টি-
(i) Confidentiality-Confidentiality হলো information বা ডাটা যার উদ্দেশে send করা হবে সে ছাড়া অন্য কেউ view করতে পারবে না | এটাই হলো একটা information-এর Confidentiality|
(ii) Integrity-Integrity হলো receiver-এর উদ্দেশে send করা ডাটা বা information কেউ পরিবর্তন করতে পারবে না|
(iii) Availability-Availability হলো 'চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে' এর মত অবস্থা এর মানে হলো authorized user-কে সবসময় তার ডাটা নিশ্চিত করা |
(iv) Authenticity-Authenticity হলো ডাটা বা information-কে send বা দেয়ার আগে অবশ্যয় receiver-কে verify করতে হবে যে সে এই ডাটার জন্য authorized কিনা |
(v) Non-Repudiation-Non-Repudiation হলো sender কখনই অসীকার বা deny করতে পারবে না যে এই ডাটা সে send করেনি|
আর যখন আমরা উপরের ৫ টা বিষয়(Confidentiality,Integrity,Availability,Authenticity,Non-Repudiation) নিশ্চিত করতে পারবো কোনো system-এ তখন আমরা ওই system-টাকে বলতে পারবো secured বা নিরাপদ যদিও human-made কোনো system-ই ১০০% secured বা নিরাপদ নয় |

৬টি মন্তব্য: